✪ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে উপজেলা যুব উন্নযন কর্মকর্তা বরাবরে আবেদন করতে হয়। বাছাই পরীক্ষায় নির্ধারিত আসনে মনোনীত প্রার্থিদেরকে প্রশিক্ষণের গ্রহণের সুযোগ প্রদান করা হয়।
✪ যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষিত যুবদের মাঝে দুই ধরণের ঋণ প্রদান করে থাকে।
(১) প্রাতিষ্ঠানিক ঋণ :
প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে উপপরিচালক বরাবরে আবেদন করতে হয়। জেলা ঋণ অনুমোদন কমিটির সভায় ঋণ অনুমোদন দেয়া হয়।
(২) অপ্রাতিষ্ঠানিক ঋণ:
উপজেলা যুব ঋণ কমিটির অনুমোদনের মাধ্যমে অপ্রপাতিষ্ঠানিক ঋণ প্রদান করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষিত যুবদের মাঝে নেতৃত্ব বিকাশের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচিতে সম্পৃক্ত করে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব সংগঠনসমূহকে যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকাভূক্ত করা হয়। এক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে উপপরিচালক বরাবরে আবেদন করতে হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস